ঢাকা সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় রমজান উপলক্ষে পুলিশের বিশেষ সভা

মঠবাড়িয়ায় রমজান উপলক্ষে পুলিশের বিশেষ সভা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পবিত্র মাহে রমজান উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহর ও বিভিন্ন এলাকা এবং হাট বাজারের পরিস্থিতি শান্ত রাখতে মঠবাড়িয়া থানা পুলিশ বিশেষ সভা করেছেন। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহীম।

বুধবার রাতে থানা অডিটরিয়ামে মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার এর সভাপতিত্বে ও ওসি (তদন্ত) আবুর কালাম আজাদ এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, মঠবাড়িয়া প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান শরীফ, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল, সাংবাদিক মো. শাহজাহান হাওলাদার, বনিক সমিতির সভাপতি মো. শামসুল হক জমাদ্দার, বাজার ইজারাদার মজিবর রহমান শিকদার প্রমুখ। এ সভায় মঠবাড়িয়ার সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন সুধি সমাজের লোকজন অংশগ্রহণ করেন।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন