ঢাকা বুধবার, ২০ অগাস্ট ২০২৫

Motobad news

বেতাগী যুবলীগের সাংগঠনিক সম্পাদককে কুপিয়ে জখম

বেতাগী যুবলীগের সাংগঠনিক সম্পাদককে কুপিয়ে জখম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার বেতাগীতে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. টুটুল খানকে (৩৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

শুক্রবার (২৪ মার্চ) রাত ৯টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ব্যাকাপোল এলাকা তার ওপর এ হামলা হয়।

জানা গেছে, টুটুলের হাত-পা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা। পরে আহতাবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তার অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠান।  

বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. লিখন জানান, রোগীর ডান পায়ে কোপের চিহ্ন আছে এবং ডান হাতের বৃদ্ধাঙ্গুলের ৯০ ভাগ কেটে ফেলা হয়েছে। এছাড়া শরীরের বিভিন্নস্থানে কোপ ও জখম আছে।  

এ ব্যাপারে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারা হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
 


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন