ঢাকা শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

Motobad news

বরিশালে ৫০ হাজার টাকার জালনোটসহ দু’জন আটক

বরিশালে ৫০ হাজার টাকার জালনোটসহ দু’জন আটক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে আবাসিক হোটেল থেকে জালনোট ক্রয়-বিক্রয় চক্রের দুই সদস্যকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা। এসময় তাদের কাছ থেকে ৫০ হাজার টাকার জেল নোট উদ্ধার করে তারা।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন গোল চত্বরে পুলিশ বক্স সংলগ্ন আবাসিক হোটেল মেট্রোপলিটনে অভিযান চালিয়ে জাল নোটসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- ঢাকা সভারের ভাকুর্তা এলাকার ঈদগাহ মাঠ এলাকার মোকলেছুর রহমানের ছেলে সাদ্দাম হোসেন (৩৫) ও পটুয়াখালীর দুমকি উপজেলার দুমকি সাতানী এলাকার রুস্তুম সিকদারের ছেলে ইমরুল সিকদার (৩২)। এর মধ্যে ইমরুল সাভার ব্যাংক কলোনী এবং সাদ্দাম নওগার সাহাপুর বলিয়া এলাকায় বসবাস করে আসছিল।

ডিবি পুলিশ জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক কামরুল হোসেনের নেতৃত্বে গোয়েন্দ শাখার একটি টিম আবাসিক হোটেল মেট্রোপলিটনে অভিযান পরিচালনা করে।

এসময় হোটেলের একটি কক্ষে তল্লাশি করে এক হাজার টাকার ৫০টি অর্থাৎ ৫০ হাজার টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়। পাশাপাশি জালনোট ক্রয়-বিক্রয় চক্রের দুই সদস্যকে আটক করা হয়।

এই ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই কামরুল হোসেন বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন