মঠবাড়িয়ায় আইনজীবী নিহতের ঘটনায় বাস চালকের শাস্তির দাবীতে মানববন্ধন


পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সদস্য ও মঠবাড়িয়া চৌকিবারের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট অভিনাশ মিত্রের নিহতের ঘটনায় ঘাতক বাস চালক ও সংশ্লিষ্টদের দৃষ্টান্ত মূলক শাস্তি এবং নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সম্মূখ সড়কে চৌকি আদালতের আইনজীবীদের আয়োজনে এ কর্মর্সূচিতে বিভিন্ন শ্রেণীপেশার ৩শতাধিক লোক অংশগ্রহন করেন।
প্রতিবাদ সমাবেশে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট আতাউর রহমান খানের সভাপতিত্বে ও শামীম আহম্মেদ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নাসরিন জাহান, জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি এ্যাডভোকেট দিলীপ কুমার পাইক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জেলা সভাপতি ইখতিয়ার হোসেন পান্না, সাবেক কাউন্সিলর হেমায়েত উদ্দিন, সমাজ সেবক সুভাষ মজুমদার, মঠবাড়িয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক রোকনুজ্জামান শরীফ, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল, সাংবাদিক সমিতি সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, রিপোটার্স ইউনিয়ন সভাপতি মোস্তফা কামাল বুলেট, ঊদীচী শিল্পী গোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ, এ্যাডভোকেট মজিবর রহমান মৃধা, জামাল হোসেন, রফিকুল ইসলাম বাবুল, আব্দুস সালাম, ইদ্রিস আলী ইমন, জাহাঙ্গীর হোসেন মাতুব্বর, ফজলুল হক, নিজাম উদ্দিন জাকির, রনজিৎ কুমার, চিন্ময় গোলদার, শিউলী বেগম, মো. নাসিম হোসেন, খলীলুর রহমান, ইমাম হাসান, স্বেচ্ছা সেবকলীগ নেতা কিশোর কর্মকার, আইনজীবী সহকারি মো. আউয়াল হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, বাস মালিক কর্তৃপক্ষ অধিক মুনফা অর্জনের জন্য এক ধরনের জোর করে চালক, হেলপার ও কন্ট্রাকটর দিয়ে বিরামহীন ভাবে গাড়ি চালানোর পাশাপাশি অদক্ষ চালক ব্যবহার করা এবং সংশ্লিষ্ট প্রশাসনের উদাসীনতার কারনে প্রতিদিনই সড়কে মৃত্যুর মিছিল বেড়ে চলছে। এব্যপারে সংশ্লিষ্ট সকলকে সতর্ক হবার আহ্বান জানান।
এইচকেআর
