ঢাকা সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

Motobad news

ভাণ্ডারিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ভাণ্ডারিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পানিতে ডুবে নূর মোহাম্মদ (১০) ও হাসিবুল (১১) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ইকড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া নূর মোহম্মদ তেলিখালী গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে এবং হাসিবুল ইকড়ি গ্রামের ওসমান গণির ছেলে।

স্থানীয়রা জানায়, মারা যাওয়া শিশুরা ইকড়ি গ্রামের ৪ নম্বর ওযার্ডের হালিম মোল্লার বাড়িতে বেড়াতে গিয়ে দুপুরে এক সাথে বাড়ির সামনের খালে (ইকড়ি-তেলিখালী বর্ডার ব্রিজ খাল) গোসল করতে যায়। এ সময তারা পানিতে ডুবে যায়। পরে প্রতিবেশিদের সহায়তায় হালিম মোল্লা তাৎক্ষণিকভাবে শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। মারা যাওয়া শিশুরা হালিম মোল্লার ভাগ্নে ও নাতি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসাপাতালে আনার আগেই শিশু দুটি মারা গেছে।

ভাণ্ডারিয়া থানার ‌ওসি মো. আশিকুজ্জামান জানান, পানিতে ডুবে মারা যাওয়া শিশু দুটির মরদেহ ময়না তদন্ত ছাড়াই তাদের পরিবারের কাছে দেওয়া হয়েছে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন