ঢাকা সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

Motobad news

ইন্দুরকানীতে হঠাৎ ঝড়

ইন্দুরকানীতে হঠাৎ ঝড়
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ইন্দুরকানীতে হঠাৎ ঝড়ে গাছপালা ও একাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ।  বুধবার রাত ১০টার দিকে উপজেলার ওপর দিয়ে অল্প সময়ের জন্য এ ঝড় বয়ে যায়। রাতেই উপজেলা চেয়ারম্যান এম মতিউর রহমান, ইউএনও লুৎফুন্নেসা খানম ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। ভবানীপুর গ্রামের ক্ষতিগ্রস্ত রেজাউল করিম জানান, ইন্দুরকানী সড়ক ওজনপথের রাস্তার পাশের চাম্বুল গাছ পড়ে আমার দুই ভাইয়ের টিনসেড পাকা ঘর ভেঙে গেছে। গাছ পড়ার শব্দে শুনে পরিবারের সদস্যদের নিয়ে দ্রুত বের হয়ে যাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানম জানান, রাতের ঝড়ে গাছ পড়ে ভবানীপুর গ্রামের দুই ভাইয়ের ঘর  ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে তাদের ক্ষয়ক্ষতি দেখি এবং তাদের বাসস্থান ঠিক করার জন্য ব্যবস্থা গ্রহণ করি। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন