নাজিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু


পিরোজপুরের নাজিরপুরে পানিতে ডুবে মোহাম্মাদ নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২ এপ্রিল) দুপুরে এ মৃত্যুর ঘটনা ঘটে।
মোহাম্মাদ উপজেলার সদর ইউনিয়নের সাতকাছিমা গ্রামের শহিদুল সর্দারের ছেলে।
নিহত শিশুটির সম্পর্কে চাচাতো ভাই নাছির মোল্লা জানান, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি (নাছির) তার ভাই রিয়াজ মোল্লার বাড়ির কাজ করছিলেন। এ সময় খালে থেকে একটি শিশুকে ভেসে যেতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
নিহতের মা মাকসুদা বেগম জানান, আমার ছেলে নিজ ঘরে বসে খেলা করতে ছিল। হঠাৎ শুনি সে পানিতে পড়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, বিষয়টি শুনেছি। বিষয়টির বাস্তবতা তদন্ত করে দেখা হচ্ছে।
এইচকেআর
