ঢাকা রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

Motobad news

ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে রেল

ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে রেল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আজ (৭ এপ্রিল) সকাল ৮টা থেকে অনলাইনেই বিক্রি হচ্ছে ঈদের অগ্রিম টিকিট। ঈদ উপলক্ষে দেশের নানান প্রান্তে পৌঁছানোর বিশেষ টিকেটও পাওয়া যাচ্ছে। প্রতি বছর মতো এবার আর রেল স্টেশেনের সারিবদ্ধ লাইনে ভোগান্তি পোহাতে হচ্ছেনা।

এ বছর ঈদকে কেন্দ্র করে রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে ২৫ হাজার ৭৭৮টি আসনের প্রতিটি টিকিটই বিক্রি হবে অনলাইনে। এরফলে যাত্রী ভোগান্তি কমার আশা জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

আজ পাওয়া যাচ্ছে আগামী ১৭ এপ্রিলের অগ্রিম টিকিট। পর্যায়ক্রমে ৮ এপ্রিল থেকে ১১ এপ্রিল পাওয়া যাবে ১৮ এপ্রিল থেকে ২১ এপ্রিলের টিকিট।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গনমাধ্যমকে বলেন, টিকিট বিক্রি শুরু হলে আপনারা দেখেছেন দুই-তিন দিন, রাতের পর রাত স্টেশনে অপেক্ষা করেন সাধারণ যাত্রীরা। অনেকে সারারাত সারাদিন অপেক্ষা করে কাউন্টারে এসে দেখেছেন টিকিট নাই। এই ভোগান্তি আমরা আর দেখতে চাই না।

মন্ত্রী জানান, ঈদে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে শোভন শ্রেণির (নন এসি) মোট আসনের ২৫ শতাংশ আসনবিহীন টিকিট (স্ট্যান্ডিং) যাত্রার দিন কাউন্টার থেকে বিক্রি করা হবে।


টিইউ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন