আগুনে পুড়ে যাওয়া চাদর কিনলেন পলক


৪০ হাজার টাকার বিনিময়ে ঢাকার বঙ্গবাজারে আগুনে পুড়ে যাওয়া একটি চাদর কিনেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার (০৬ এপ্রিল) একটি সামাজিক সংগঠনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার বিতরণ অনুষ্ঠানে তিনি চাদরটি কেনেন।
বিদ্যানন্দ ফাউন্ডেশন নামের এই সংগঠনটি বঙ্গবাজারে পোড়া পোষাক বিক্রির উদ্যোগ নিয়েছে। এই বিক্রির টাকা ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হবে বলে জানয়েছে সংগঠনটি।
চাদর কেনার সময় পলক বলেন, আমি এবং আমার সহকর্মীদের সবার কাছে যা ছিল তা মিলে ৪০ হাজার টাকায় এই চাদরটি কিনলাম। এখন তাদের আর্থিক ও মানসিক সহযোগিতা দরকার। আমরা ১৭ কোটি মানুষ যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে কি এই পাঁচ হাজার মানুষের পাশে দাঁড়াতে পারব না?
যার যার সামর্থ্য অনুযায়ী বঙ্গবাজারের অসহায় ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য সকলে কাছে আহ্বান জানান প্রতিমন্ত্রী।
টিইউ
