জরুরি সহায়তার দাবি বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারীদের


রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ হাজার দোকান কর্মচারীকে জরুরি সহায়তার দাবী জানিয়েছেন দোকান কর্মচারীরা। এছাড়া সারাদেশের ৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও বেতন ভাতা ২৫ রমজানের মধ্যে পরিশোধ করাসহ মোট তিনটি দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন।
শুক্রবার (৭ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ সব দাবি জানানো হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম বাবুল।
মানববন্ধনে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের তিনটি দাবি হুবহু তুলে দেয়া হলো-
১. ঢাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ হাজার দোকান কর্মচারীর জরুরি সহায়তার জন্য সরকার, বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থা সমূহের প্রতি আহ্বান।
২. ঈদের আগে সারাদেশের ৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও বেতন-ভাতা পরিশোধের জন্য দোকান মালিক ও দোকান মালিক সমিতির প্রতি।
৩. সারাদেশের দোকান কর্মচারীদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার জন্য মালিক, মালিক সমিতি ও সরকারের প্রতি দাবি।
টিইউ
