ঢাকায় বরিশাল প্লাজার আগুন নিয়ন্ত্রণে, আহত ২


ঢাকার বরিশাল প্লাজা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান আজ শনিবার (৮ এপ্রিল) সকাল ৮টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। তাঁদের ১৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে মার্কেটটিতে আগুন লাগার ঘটনায় ২ জন আহত হয়েছেন। তারা হলেন সুমন (২৭) ও আমিনুর রহমান (৩২)। দুইজনই প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেছেন। ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশ ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
টিইউ
