ঈদে ২৪ ঘণ্টাই খোলা থাকবে ফিলিং স্টেশন


ঈদের আগে ও পরে টানা ১২ দিন ২৪ ঘণ্টাই দেশের সব ফিলিং স্টেশন খোলা থাকবে।
আজ (৯এপ্রিল) দুপুরে ঢাকার বনানীতে বিআরটিএ কার্যালয়ে এক সভায় সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ ঘোষণা দিয়েছেন। তিনি জানান, যাত্রীদের সুবিধার্থে ঈদের আগে ৫ দিন ও পরে ৭ দিন ফিলিং স্টেশন খোলা থাকবে। এসময় ঈদ উদযাপনে সড়কপথে মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়কে শৃঙ্খলা কার্যকরের উপর গুরাত্বারোপ করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, যানজট নিরসন ও দুর্ঘটনা কমিয়ে সড়কে শৃঙ্খলা কার্যকর করা আমাদের বড় চ্যালেঞ্জ। সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এসময় বিআরটিএর প্রকল্পের রাস্তা যেন চলাচল যোগ্য থাকে, সে ব্যাপারেও নির্দেশনা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
টিইউ
