ঢাকা রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

Motobad news

বিনামূল্যে পাটের ব্যাগ পাবে দেশের ৩৩ লাখ শিক্ষার্থী

বিনামূল্যে পাটের ব্যাগ পাবে দেশের ৩৩ লাখ শিক্ষার্থী
ফাইল ফটো
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সরকারি উদ্যোগে দেশের সব স্কুল ও মাদ্রাসার প্রথম শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা বিনামূল্যে পাবে পাটের ব্যাগ। প্রাথমিকভাবে এই ব্যাগ পাবে মোট ৩৩ লাখ শিক্ষার্থী।

প্রতিটি ব্যাগের জন্য সরকারের খরচ হবে ৭৫০ টাকা। এ খাতে মোট ব্যয় ২৪৭ কোটি ৫০ লাখ টাকা। খবর জাগো নিউজের।

‘প্রাথমিক শিক্ষার স্তরে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা’ শীর্ষক প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয় আরো জানায়, শিক্ষার্থী অনুপাতে এই ব্যয় কম-বেশি হতে পারে। প্রকল্পটি সমাপ্তির পর সরকারের রাজস্ব বাজেট থেকে এটি চালু রাখার উদ্যোগ নেওয়া হবে।

প্রকল্পের প্রস্তাবিত মোট ব্যয় ২৮৬ কোটি ৯৭ লাখ ৩৮ হাজার টাকা। আগামী বছর জুন মাসের মধ্যেই শিক্ষার্থীদের হাতে এ পাটের ব্যাগ এবং সাথে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কিত লিফলেট পৌঁছে দেওয়া হবে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মননে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার উন্মেষ ঘটানো প্রকল্পের অন্যতম উদ্দেশ্য, বলছে মন্ত্রণলায়।


টিইউ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন