খাদ্যপণ্য মজুদ করলে যাবজ্জীবন সাজা


নির্ধারিত পরিমাণের বাইরে খাদ্যপণ্য মজুদ করলে যাবজ্জীবন সাজা ও অর্থদণ্ডের বিধান রেখে একটি আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার।
সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ‘খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩’ এর অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
তবে আর্থিক লাভের জন্য কেউ খাদ্যপণ্য মজুদ করা প্রমাণ করতে পারলে তিন মাস কারাদণ্ড দণ্ডিত হবেন।
এইচকেআর
