ঢাকা শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

Motobad news

কানাডাপ্রবাসী কবি ইকবাল হাসান আর নেই

কানাডাপ্রবাসী কবি ইকবাল হাসান আর নেই
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কানাডাপ্রবাসী কবি ইকবাল হাসান আর নেই। বুধবার (১২ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে কানাডার টরন্টোর মাইকেল গ্যারন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ইকবাল হাসান, কবি ও গল্পকার সত্তরের জনপ্রিয় উল্লেখযােগ্য কবিদের অন্যতম । 

কবি ১৯৫২ সালের ৪ ডিসেম্বর, বরিশালের অক্সফোর্ড মিশন হাসপাতালে জন্ম গ্রহণ করেন। জার্মানী, মার্কিন যুক্তরাষ্ট্র, এবং বর্তমানে তিনি কানাডার টরন্টোয় বসবাস করতেন। 

কবি ইকবাল হাসান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব এবং গুণগ্রাহী রেখে গেছেন। ইকবাল হাসানের কবিতা-গল্প-প্রবন্ধ দুই বাংলার সাহিত্যাঙ্গনকে সমৃদ্ধ করেছে। তিনি অসা¤প্রদায়িক স্বাধীনতা-মুক্তিযুদ্ধ এবং মুক্তবুদ্ধির চেতনার প্রতি আমৃত্যু শ্রদ্ধাশীল ছিলেন।

ইকবাল হাসানের প্রকাশিত গ্রন্থগুলো হচ্ছে, ‘অসামান্য ব্যবধান’, ‘মানুষের খাদ্য তালিকায়’, ‘কপাটবিহীন ঘর’, ‘দূর কোনো নক্ষত্রের দিকে’, ‘ছায়ামুখ’, ‘কার্তিকের শেষ জ্যোৎস্নায়’।

বাংলা একাডেমির সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি ইকবাল হাসানের মৃত্যুতে কানাডাপ্রবাসী লেখক এবং সাহিত্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন