ঢাকা শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

Motobad news

ঘন ঘন আগুন নাশকতা কি না, খতিয়ে দেখার অনুরোধ ফায়ার সার্ভিসের

ঘন ঘন আগুন নাশকতা কি না, খতিয়ে দেখার অনুরোধ ফায়ার সার্ভিসের
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সম্প্রতি একের পর এক অগ্নিকাণ্ডের কথা উল্লেখ করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেছেন, ঘন ঘন আগুন কোনো নাশকতা কি না, তদন্ত সংস্থাগুলো  যেন তা খতিয়ে দেখে।  

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে রাজধানীর নবাবপুরে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণের পর সাংবাদিকদের এ কথা বলেন তাজুল ইসলাম।

তিনি আরও বলেন, আগুন লাগা ভবনে তিতাসের গ্যাসের লাইন ও বাইরে থেকে কেনা গ্যাস রয়েছে। গ্যাসের লাইন থেকে নাকি অন্য কোনোভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে, তা যেন খতিয়ে দেখা হয়।  

তাজুল ইসলাম চৌধুরী বলেন, এখানকার আগুন ছিল খুবই ক্রিটিক্যাল। দ্রুততার সঙ্গে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এতে আগুন আশেপাশের ভবনে ছড়িয়ে যেতে পারেনি।

তিনি বলেন, উৎসুক জনতার ভিড়ে বরাবরের মতো এবারও আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। যদিও এক ঘণ্টা ২০ মিনিটে আগুন পূর্ণ নিয়ন্ত্রণে এনেছি। সব সময় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সবার সহযোগিতা করা উচিত।

রাত ১০টা ৮ মিনিটের দিকে নবাবপুরে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ও বাংলাদেশ সেনাবাহিনী সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনে রাত ১১টা ৪৫ মিনিটে।


টিইউ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন