বাংলা নববর্ষ আজ, বরিশালে ঘরে ঘরে প্রাণের উৎসব


আজ পহেলা বৈশাখ। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বাংলা বর্ষ ১৪৩০। জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক, ‘মুছে যাক গ্লানি’ এভাবে বিদায়ী সূর্যের কাছে এ আহ্বান জানাচ্ছে বাঙালি। পহেলা বৈশাখ আমাদের সকল সঙ্কীর্ণতা, সীমাবদ্ধতা পরিহার করে উদার জীবন-ব্যবস্থা গড়তে উদ্বুদ্ধ করে। আমাদের মনের ভিতরের সকল ক্লেদ, জীর্ণতা দূর করে আমাদের নতুন উদ্যোমে বাঁচার অনুপ্রেরণা দেয়।
আমরা যে বাঙালি, বিশ্বের বুকে এক গর্বিত জাতি, পহেলা বৈশাখের বর্ষবরণে আমাদের মধ্যে এই স্বাজাত্যবোধ এবং বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায়, উজ্জীবিত হয়। অন্য দিকে পহেলা বৈশাখ বাঙালির একটি সার্বজনীন লোকউৎসব। আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হচ্ছে নতুন বছরকে। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় এই দিন। পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতে উঠেছে দেশ। ভোরের নতুন সূর্যোদয় রাঙিয়ে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। বরিশালসহ সারাদেশ জুড়ে রয়েছে বর্ষবরণের নানা আয়োজন। ‘বাংলা নববর্ষ ১৪৩০’ জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বরিশালেও রয়েছে তিনদিন ব্যাপী আয়োজন। সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ জানান, ‘ইতোপূর্বে কয়েক বছর চারুকলা বরিশালের আয়োজনে সিটি কলেজ থেকে এবং বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদের আয়োজনে ব্রজমোহন বিদ্যালয় থেকে পৃথকভাবে দুটি মঙ্গল শোভাযাত্রা বের হতো। তবে এ বছর সমন্বিতভাবে মঙ্গল শোভাযাত্রা বের হবে।
সিদ্ধান্ত অনুযায়ী এ বছর চারুকলা বরিশালের উদ্যোগে ব্রজমোহন বিদ্যালয় থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে নগরী প্রদক্ষিণ শেষে অশ্বিনী কুমার হলের সামনে শেষ হবে।
শোভাযাত্রাটি সকাল আটটায় ব্রজমোহন বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উত্তর মল্লিক রোড হয়ে অমৃত লাল দে সড়ক (হাসপাতাল রোড), বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর রোড (সদর রোড), গীর্জামহল্লা, চকবাজার, লাইন রোড এবং পুনরায় সদর রোড হয়ে অশ্বিনী কুমার হল প্রাঙ্গণে জাতীয় পতাকা হস্তান্তরের মধ্যে দিয়ে শেষ হবে।
সকাল ৭টায় ব্রজমোহন বিদ্যালয়ে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে নববর্ষের প্রভাতী অনুষ্ঠান, একই সময় খেলাঘর বরিশালের আয়োজনে অশ্বিনী কুমার হল চত্বরে বর্ষবরণ অনুষ্ঠান, সকাল ৮টায় চারুকলা বরিশালের আয়োজনে ব্রজমোহন বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা সংবর্ধনা, ঢাক ও রাখী উৎসব। এরপর বের হবে মঙ্গল শোভাযাত্রা।
সকাল সাড়ে ৯টায় চারুকলার আয়োজনে অশ্বিনী কুমার হলে চিত্রকর্ম প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সকাল ১০টায় ব্রজমোহন বিদ্যালয়ে উদীচীর আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া পহেলা বৈশাখ থেকে ৩রা বৈশাখ পর্যন্ত বিএম স্কুল মাঠে দিনভর বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। এটি উদীচী শিল্পীগোষ্ঠীর ৩৯তম বৈশাখী মেলার আয়োজন।
টিইউ
