ঢাকা শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

Motobad news

গণস্বাস্থ্য কেন্দ্রে জাফরুল্লাহ চৌধুরীকে সর্বস্তরের শ্রদ্ধা

গণস্বাস্থ্য কেন্দ্রে জাফরুল্লাহ চৌধুরীকে সর্বস্তরের শ্রদ্ধা
ডা. জাফরুল্লাহ চৌধুরীকে শ্রদ্ধা জানাতে বিভিন্ন স্তরের মানুষের ভীর। ছবি: বাংলা নিউজের সৌজন্যে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন তার প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মী, সাভারের রাজনৈতিক নেতাসহ ভিন্ন ভিন্ন স্তরের মানুষ।

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পিএইচএ মাঠে লাশবাহী গাড়িতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন তারা।

জুমার নামাজ শেষে পিএইচএ মাঠে জানাজা শেষে তাকে গণস্বাস্থ্য কেন্দ্রের সূচনা ভবনের পাশে দাফন করা হবে।

দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যার কারণে চিকিৎসা নিচ্ছিলেন বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। পরে মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১০টা ৪০ মিনিটে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ৮১ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 


টিইউ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন