ঢাকা শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

Motobad news

নিউমার্কেটে আগুন: ফায়ার সার্ভিসের সদস্যসহ ১১ জন হাসপাতালে

নিউমার্কেটে আগুন: ফায়ার সার্ভিসের সদস্যসহ ১১ জন হাসপাতালে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রাজধানীর নিউমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে অসুস্থ হওয়ায় ফায়ার সার্ভিসের সাত সদস্যসহ ১১ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের সবাইকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর জাগো নিউজের।

১১ জনের মধ্যে তাৎক্ষণিকভাবে চারজনের নাম জানা গেছে। তারা হলেন, মো. রাসেল (২২), শান্ত (২৪), মো. তৌফিক (২৩) ও মো. রিফাত (২৩)। এর মধ্যে তিনজন ফায়ার সার্ভিস কর্মী ও একজন ভলান্টিয়ার।

শনিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে চারজনকে এবং পরে একে একে আরও সাতজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিস কর্মীরা। ১১ জনকেই ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নিউমার্কেট থেকে আগুনের ঘটনায় ১১ জন ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে এসেছেন। তাদের জরুরি বিভাগে রেখে অক্সিজেন দেওয়া হচ্ছে।

 


টিইউ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন