নিউমার্কেটে আগুন: মালামাল সরিয়ে মূল মার্কেটে নিচ্ছেন ব্যবসায়ীরা


রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মালামাল সরিয়ে মূল মার্কেটে রাখছেন ব্যবসায়ীরা। যে যার মতো জিনিসপত্র নিরাপদে নেওয়ার চেষ্টা করছেন তারা। খবর জাগো নিউজের।
সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে জানিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, এখন আগুন পুরোপুরি নির্বাপণ ও ডাম্পিংয়ের কাজ চলছে।
শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
ব্যবসায়ীরা জানান, তিন ঘণ্টা পার হলেও আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। মার্কেটটির তৃতীয় তলার ভেতরে ধোঁয়া উড়তে দেখা গেছে। আগুনের লেলিহান শিখা থেকে মালামাল বাঁচাতে নিউ সুপার মার্কেটের মাল সরিয়ে নিউমার্কেটে রাখছেন তারা। অনেক মাল পুড়ে গেছে।
টিইউ
