ঢাকা শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

Motobad news

আশুলিয়ায় মাদকসহ তিন কারবারি গ্রেফতার

আশুলিয়ায় মাদকসহ তিন কারবারি গ্রেফতার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রাজধানীর আশুলিয়া থানার শ্রীপুর এবং পলাশবাড়ী এলাকায় দুটি পৃথক অভিযান চালিয়ে মাদকসহ তিন কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

এ সময় তাদের কাছ থেকে ৩১ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়। খবর জাগো নিউজের।

গ্রেফতাররা হলেন- মো. তাওসার আহমেদ (১৮), হাফিজুর (২৬), ও মো. জাহাঙ্গীর আলম (৫৬)। সোমবার (১৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব ৪।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১৬ এপ্রিল) রাতে র‌্যাব-৪ এর একটি দল ঢাকা জেলার আশুলিয়া থানার শ্রীপুর এবং পলাশবাড়ী এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করে ৩১ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামিরা দীর্ঘদিন যাবত লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার আশুলিয়া, সাভার, ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিলো। তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


টিইউ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন