তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক গ্রেপ্তার


বরগুনার তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল হককে (শহীদ মেম্বার) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ এপ্রিল) নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, ১০ এপ্রিল তালতলী বাজারে পায়রা ট্রেডার্স এলাকায় মারামারির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় শহীদুল হককে গ্রেপ্তার করা হয়েছে।
তালতলী উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, যে ঘটনার বর্ণনা দিয়ে আমাদের ১২ নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। এই মধ্যে ছয়জন আদালত থেকে জামিন পেয়েছেন।
বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লা বলেন, উদ্দেশ্য প্রণোদিত এবং পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দিয়ে শহীদুল হককে পুলিশ বাসা থেকে গ্রেপ্তার করেছে। পুলিশের এধরনের আচরণের নিন্দা জানানোরও ভাষা জানা নেই।
এইচকেআর
