পদ্মা সেতুর সামনে দক্ষিণাঞ্চলগামী মোটরসাইকেল আরোহীদের ভিড়


ঈদের আগেই খুশির বাঁধ ভাঙা জোয়ারে ভোর থেকেই পদ্মা সেতুর সামনে মোটরসাইকেল নিয়ে ভিড় করেছেন আরোহীরা। পদ্মা সেতু দিয়ে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে যাতায়াত করার সুযোগ দেয়ায় মোটরসাইকেল আরোহীদের চোখমুখে স্বস্তি দেখা গেছে।
দীর্ঘ অপেক্ষার পর আজ বৃহস্পতিবার ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে টোল আদায় করে পদ্মা সেতু পাড়ি দেওয়ার সুযোগ করা হয় মোটরসাইকেল আরোহীদের। পদ্মা সেতুর উত্তর থানা থেকে টোল প্লাজা পর্যন্ত মোটরসাইকেলের দীর্ঘ সারি তৈরি হয়। প্রথমে একটি বুথ দিয়ে টোল আদায় করা হচ্ছিল। মোটরসাইকেলের চাপ থাকায় পরবর্তীকালে দুটি বুথের মাধ্যমে টোল আদায় করা হয়।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজ্জব আলী সাংবাদিকদের জানিয়েছেন, যানবাহন আসামাত্রই টোল পরিশোধ করে সেতু পারি দিতে পারছে। ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত তিন হাজারের বেশি মোটরসাইকেল পদ্মা সেতু দিয়ে পারাপার হয়েছে। সকালের দিকে মোটরসাইকেলের অনেক চাপ ছিল। তখন দুটি বুথের মাধ্যমে টোল আদায় করা হয়েছে। তবে সকাল আটটার পর চাপ কমতে থাকলে আবার একটি বুথ দিয়ে টোল আদায় করা হচ্ছে। যদি আবারও চাপ বাড়ে, সে ক্ষেত্রে দুটি বুথে টোল আদায় করা হবে।
