ঢাকা শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

Motobad news

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আগামীকাল  

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আগামীকাল  
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

 

পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের জন্য আগামীকাল শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। 

আজ বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

এদিকে দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা জানানোর জন্য কয়েকটি টেলিফোন ও ফ্যাক্স নম্বর দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

টেলিফোন নম্বরগুলো হলো: ০২-২২৩৩৮১৭২৫,০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।

ফ্যাক্স নম্বর হলো: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

এ ছাড়া সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চাঁদ দেখতে পাওয়ার তথ্য জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন