ঢাকা শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

Motobad news

পদ্মা সেতুতে বাইক চলাচল নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

পদ্মা সেতুতে বাইক চলাচল নিয়ে যা বললেন ওবায়দুল কাদের
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদ উপলক্ষে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি প্রধানমন্ত্রীর ঈদ উপহার। সেতুতে মোটরসাইকেল চলাচলের নিয়ম মানলে  বাইকারদের জন্য সব সময়ই সেতু খোলা থাকবে বলে জানান তিনি। এর ব্যত্যয় ঘটলে আবারও নিষিদ্ধ হয়ে যেতে পারে বাইক চলাচল।

বৃহস্পতিবার সকালে পদ্মা সেতুর টোলপ্লাজা পরিদর্শনে গিয়ে মাওয়া প্রান্তে  সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের। মোটরসাইকেল চালকরা সেতুতে শৃঙ্খলা মানছে কিনা তা পরিদর্শন করেন তিনি। এ সময় বাইকারদের সঙ্গে কথা বলেন এবং টোল কার্যক্রম পর্যবেক্ষণ করেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর গত কয়েক মাস মোটরসাইকেল চলাচল বন্ধ ছিল। শুরুতেই আমরা তীব্র সংকটের মুখে পড়ি, তখন সেতুই প্রায় অচল হয়ে পড়ে। এ অবস্থায় আমরা মোটরসাইকেল বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। এখন আমার মনে হয়, বাইকার যারা আছেন, তারা মোটরসাইকেলে যাতায়াতে আগ্রহী। তাদের মধ্যে শৃঙ্খলা বোধ, দায়িত্বশীলতা জাগ্রত হয়েছে বলে আমাদের বিশ্বাস।

তবে কিছু নিয়ম-কানুন ও শর্ত আছে যেমন সর্বেোচ্চ গতিবেগ ৬০ কিলোমিটারের মধ্যে থাকতে হবে, সেতুর ওপর গাড়ি থামিয়ে ছবি তোলা যাবে না, কোনো অবস্থাতেই লেন অতিক্রম করা যাবে না- এসব শর্ত মানার তাগিদ দেন তিনি।  এসব বিষয়ে সবাইকে আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শও দেন ওবায়দুল কাদের।


 


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন