দুই জেলায় সড়ক দুর্ঘটনায় আটজনের মৃত্যু


মুন্সিগঞ্জ ও দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে) বাস ও ট্রাকের সাথে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৯ জন।
আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের ষোলঘর নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির যাত্রীবাহী একটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন-শরীয়তপুরের সখিপুর উপজেলার সাইফুল (৩৫) ও হাজেরা খাতুন (৬০), নড়িয়া উপজেলার মো. আরিফ কাজি। তবে নিহত আরেক নারীর পরিচয় জানা যায়নি।
জেলা পুলিশ সুপার মাহফুজ আল মামুন জানিয়েছেন, নিহত চারজনের মধ্যে দুইজনের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংষর্ষে দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলার দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে উচিতপুর বাজার সংলগ্ন শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উত্তম রায় (৩৫) ও তার স্ত্রী পল্লবী রায় (৩২)। নিহত দুই শিশুর নাম জানা যায়নি।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে দিনাজপুর থেকে কেয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস ফুলবাড়ীর শহরে আসছিল। অন্যদিকে নবাবগঞ্জ থেকে একটি অটোরিকশা দিনাজপুর শহরে যাচ্ছিল। শিবপুর এলাকায় পৌঁছালে বাস-সিএনজির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে হতােতের এ ঘটনা ঘটে।
এদিকে সড়ক দুর্ঘটনা এড়াতে বেপরোয়া গাড়ি না চালানোর জন্য অনুরোধ জানিয়েছে হাইওয়ে পুলিশ।
