ঢাকা শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

Motobad news

ঢাকায় গ্যাসের গন্ধ: পরিস্থিতি স্বাভাবিক

ঢাকায় গ্যাসের গন্ধ: পরিস্থিতি স্বাভাবিক
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

তিতাসের গ্যাস লাইনে লিকেজের কারণে সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের গন্ধ পাওয়া যায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। তবে সেই সমস্যার সমাধান হয়েছে। এখন বাসাবাড়িতে চুলা জ্বালাতে পারছেন বাসিন্দারা।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে তিতাস গ্যাস সূত্র এ তথ্য জানিয়েছে। খবর জাগো নিউজের।

এর আগে সোমবার (২৪ এপ্রিল) রাত ১১টায় রাজধানীর মহাখালী, রামপুরা, মতিঝিল, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় গ্যাসের গন্ধ পাওয়া যায়। এ নিয়ে নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংকট সমাধানে এক পর্যায়ে চুলা জ্বালানোসহ সব ধরনের আগুন জ্বালানো বন্ধ রাখার পরামর্শ দেয় তিতাস কর্তৃপক্ষ।

তবে এমন পরিস্থিতিতে সোমবার রাতে কোথাও অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন সাংবাদিকদের জানান, এখন আর কোনো সমস্যা নেই। আমাদের কাছে আসা অভিযোগ আমরা তিতাস কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। তারা সেটা ঠিক করেছে।

সোমবার রাতে তিতাসের বরাত দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, ‘ঈদে শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার-ফ্লো) গন্ধ বাইরে আসছে। তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে। নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ।’

পোস্টে যেকোনো প্রয়োজনে তিতাস গ্যাসের হটলাইন নম্বর ১৬৪৯৬-এ ফোন করতেও পরামর্শ দেওয়া হয়।


টিইউ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন