ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫

Motobad news

বাউফলে মহান মে দিবস পালিত

বাউফলে মহান মে দিবস পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

 

পটুয়াখালীর বাউফল উপজেলা জাতীয় শ্রমিক লীগ ও মটরচালক লীগ যৌথভাবে মহান মে দিবস পালন করেছে। আজ সোমবার বেলা ১১টায় বাউফল উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, বাউফল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও বাউফল উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোসারেফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মোবাইল কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ  আ স ম ফিরোজ এমপি। 

এবারের মে দিবসের মূল প্রতিপাদ্য “শ্রমিক-মালিক ঐক্যগড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” বাস্তবায়নের লক্ষে বক্তব্য রাখেন, সাবেক জেলা পরিষদ সদস্য স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাংবাদিক হারুন অর রশিদ খান, বাউফল উপজেলা মটরচালক লীগের সাধারণ সম্পাদক জলিলুর রহমান, বাউফল পৌর যুবলীগ সভাপতি মামুন খান প্রমুখ। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ প্রচার সম্পাদক, জেলা পরিষদ সদস্য শাহজাহান সিরাজ, উপজেলা আওয়ামী লীগ সদস্য সাংবাদিক জিতেন্দ্রনাথ রায়, যুবলীগ সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, বাউফল প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আরেফিন শহিদ, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহামুদ হাসান রুবেল, সাধারণ সম্পাদক শামসুল কবির নিশাত, আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিকলীগ ও চালকলীগের ২ শতাধিক নেতাকর্মী। আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ রবিউল করিম। 
 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন