আগৈলঝাড়ায় স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মশালা


বরিশালের আগৈলঝাড়ায় কিশোর-কিশোরীর বয়ঃসন্ধিকালের স্বাস্থ্যসেবা বিষয়ক দু’দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা সোমবার সমাপ্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এডোলসেন্ট এ্যান্ড স্কুল হেলথ প্রোগ্রামের ব্যবস্থাপনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষন হল রুমে স্বাস্থ্যবিধি মেনে সোমবার সমাপনী দিনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএএফপিও) ডাঃ বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে ওরিয়েন্টেশন অব গেইট কিপার অন এ্যাডোলসেন্ট হেলথ কর্মশালায় বক্তব্য রাখেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মামুন মোল্লা, মেডিকেল অফিসার ডাঃ সৈকত জয়ধর, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, ইমাম মাওলানা রেজওয়ান, প্রেসক্লাব সভাপতি সরদার হার”ন রানাসহ প্রমুখ অংশগ্রহনকারী।
জনপ্রতিনিধি, ইমাম, সাংবাদিক, ব্যবসায়িসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের অংশগ্রহনে কর্মশালায় কিশোর-কিশোরীর বয়ঃসন্ধিকালের শারীরিক ও মানসিক পরিবর্তনে তাদের সাথে অভিভাবকদের ভাল আচরনের সম্পর্ক তৈরী করা, ৯ থেকে ১৯ বছর বয়স পর্যন্ত তাদের সাথে বন্ধু সুলভ আচরণ করা, বয়ঃসন্ধিকালে তাদের পুষ্টিকর খাবার যোগান দেয়াসহ শারীরিক পরিবর্তনগুলো অভিভাবকরা আলোচনার মাধ্যমে সমাধান ও কাজকর্মে উৎসাহ প্রদানের মাধ্যমেই ছেলে মেয়েদের গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।
এইচকেআর
