ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

Motobad news

অসুস্থ বরগুনার ডিসি, এয়ার অ্যাম্বুলেন্সে নেয়া হলো ঢাকায়

অসুস্থ বরগুনার ডিসি, এয়ার অ্যাম্বুলেন্সে নেয়া হলো ঢাকায়
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান অসুস্থ হয়ে পড়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা নেওয়া হয়েছে। শুক্রবার  দুপুর ১২টার দিকে বরগুনার সার্কিট হাউজ মাঠ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকা নেওয়া হয়। রাজধানীর স্কয়ার হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হবে।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে পরিবারের সঙ্গে স্বাভাবিক কথাবার্তা বলে রাত দেড়টার দিকে তিনি ঘুমাতে যান। সকালে তাকে ঘুম থেকে ওঠানোর জন্য ডাকা হলে কোনো সাড়াশব্দ না পেয়ে চিকিৎসককে খবর দেওয়া হয়।

এ বিষয়ে বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পীযুষ চন্দ্র দে বলেন, অসুস্থতার খবর পেয়ে চিকিৎসক এসে তার প্রেশার মেপে দেখেন ৬০/৭০। তাকে স্যালাইন দেওয়া হয়। পরে তার প্রেশার ৬০/৯০ হয়। তবে তার ডায়াবেটিকস বেশি থাকায় এবং বরগুনায় কোনো বিশেষজ্ঞ মেডিসিন বিভাগের ডাক্তার না থাকায় তাকে বরিশাল অথবা ঢাকায় নিয়ে যেতে পরামর্শ দেন চিকিৎসকরা। বরিশাল বিভাগীয় কমিশনারের পরামর্শে ডিসিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা নেওয়া হয়েছে।

বরগুনা সদর হাসপাতালের চিকিৎসক মো. মাহবুব হোসেন বলেন, অসুস্থতার খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে আমি ও আমার মেডিকেল টিম জেলা প্রশাসককে বাসায় গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখি। পরীক্ষা করে তার রক্তচাপ কম দেখে স্যালাইন এবং প্রয়োজনীয় ওষুধ দিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে এক ঘণ্টার মধ্যেও তার জ্ঞান ফিরে না আসায় এবং বরগুনায় বিশেষজ্ঞ মেডিসিন বিভাগের ডাক্তার না থাকায় আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পরামর্শ দিয়েছি।

উল্লেখ্য, জেলা প্রশাসক হাবিবুর রহমানকে এরইমধ্যে মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। ২৩ জুলাই নতুন জেলা প্রশাসকের কাছে দায়িত্ব হস্তান্তরের কথা আছে তাঁর।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন