চারলেন নির্মাণ কাজে বাধা অর্ধশতাধিক বৈদ্যুতিক খুঁটি
বরিশালে ১৩ কিলোমিটার রাস্তা চার লেন নির্মাণ কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে অর্ধশতাধিক বৈদ্যুতিক খুঁটি। ফলে নির্মাণ কাজ থেমে থেমে চলছে। এতে বাড়ছে পরিবহন চালক, যাত্রী ও পথচারীদের দুর্ভোগ। এদিকে সড়ক ও জনপদ বিভাগের নির্দেশে বিদ্যুতের খুঁটি রেখেই কাজ করা হচ্ছে বলে জানান ঠিকাদার। অপরদিকে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি বলছে, সড়ক বিভাগ সাড়া না দেওয়ায় খুঁটি সরানো সম্ভব হচ্ছে না।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, ৫২ কোটি টাকা ব্যায় চলতি বছরের ৮ র্মাচ চার লেন নির্মাণ কাজ উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তারপর বরিশাল-ঢাকা মহাসড়কের গড়িয়ার পার থেকে দপদপিয়া আব্দুর রব সেরনিয়াবাত সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার সড়ক নির্মাণকাজ শুরু হয়। নথুল্লাবাদ থেকে আমতলা মোড় পর্যন্ত ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিদ্যুতের সঞ্চালন লাইনের শতাধিক খুঁটি রয়েছে। সরকারের সড়ক বিভাগ এই বৈদ্যুতিক খুঁটিগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে, তারা সেগুলো সরিয়ে ফেলার জন্য বিদ্যুৎ কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে। কিন্তু বিদ্যুৎ কর্তৃপক্ষ বিভিন্ন অজুহাত দেখিয়ে সেগুলো সড়ক থেকে সরানো বিরত রয়েছে বলে সড়ক বিভাগের কর্মকর্তারা এই অভিযোগ করেছেন। যার ফলে যানবাহন চলাচলে সমস্যার পাশাপাশি প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
এ বিষয়ে এম খান ট্রেডিং ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী মাহফুজ খান জানান, সড়কের পাশে বিদ্যুতের খুঁটি অপসারণের জন্য সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী বরাবরে আবেদনের পাশাপাশি মৌখিকভাবে অবগত করা হলেও এখন পর্যন্ত খুঁটিগুলো অপসারণ করা হয়নি। এদিকে নির্ধারিত সময়সীমার মধ্যে সড়কের কাজ সম্পন্ন করতে বাধ্য হয়ে সড়কে খুঁটি রেখেই নির্মাণ কাজ অব্যাহত রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, নির্মাণাধীন সড়কের পাশে বিদ্যুতের খুঁটি রেখেই কাজ সম্পন্ন করতে যাচ্ছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। এছাড়া রাস্তা ঘেঁষে রয়েছে আরও অনেক খুঁটি। এসব খুঁটি অপসারণ না করে সড়কের নির্মাণ কাজ সম্পন্ন করলে প্রতিনিয়িত মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
স্থানীয় বাসিন্দা জামাল হোসেন বলেন, সড়কে যানবাহন ও লোকজনের চলাচলের জন্য যেমন সড়ক প্রয়োজন, তেমনি বিদ্যুৎ সরবরাহের জন্য সঞ্চালন লাইন ও তার খুঁটি স্থাপনেরও প্রয়োজন হয়। কিন্তু সড়কের চার লেনের কাজ শুরু করার আগেই খুঁটিগুলো সরিয়ে অন্য কোথায় স্থাপন করা হলে এখন আর কোন সমস্যা হতো না বলে জানান।
পরিবহন চালক নিজান উদ্দিন জানান, সড়কের পাশে বিদ্যুতের খুঁটি রেখে চার লেনের বেশির ভাগ কাজ ইতোমধ্যেই শেষ করা হয়েছে। কিন্তু বৈদ্যুতিক খুঁটি না সরানোয় গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে। একই অভিযোগ করেন কেফায়েত নামের অপর সিএনজি চালক।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন জানান, নির্মাণাধীন সড়কে বৈদ্যুতিক খুঁটিগুলো দ্রুত অপসারণের জন্য ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। এখনও খুঁটিগুলো অপসারণ না হওয়ায় চার লেনের নির্মাণ কাজে স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন বলেন, খুঁটি অপসারণে যে টাকা খরচ হবে তা এখনো পরিশোধ করেনি সড়ক ও জনপদ বিভাগ। তারা শুধু চিঠি চালাচালি করছেন। টাকা জমা হলে দ্রুততর সময়ের মধ্যে সড়কের বিদ্যুতের খুঁটিগুলো অপসারণ করা হবে।
আরজেএন