ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

Motobad news

বিনা চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, ক্লিনিক সিলগালা

বিনা চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, ক্লিনিক সিলগালা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার বেতাগীতে সিজারের পরদিন ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় বিনা চিকিৎসায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার বেতাগী ডক্টরস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের নেতৃত্বে ক্লিনিকে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ, অস্বাস্থ্যকর পরিবেশ, লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ায় ক্লিনিকটি সিলগালা ও ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে উপজেলার বেতাগী ডক্টরস ক্লিনিকে ভুক্তভোগী সাইদুর রহমান রনির স্ত্রীর সিজার অপারেশন হয়। অপারেশনের পর নবজাতক সুস্থ ছিল। 

তবে রোববার  দুপুরে নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হলে ক্লিনিক কর্তৃপক্ষ শিশুটিকে তাদের ডায়াগনস্টিক সেন্টারে কর্তব্যরত চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বরিশাল নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। এরপর নবজাতকের বাবা শিশুটিকে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

নবজাতক শিশুর বাবা সাইদুর রহমান রনি সাংবাদিকদের বলেন, সিজারের পর ক্লিনিকের লোকজন আমার বাচ্চার কোনো চিকিৎসা করেনি। তারা শুধু আমার স্ত্রীর চিকিৎসা করেছে। ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলার কারণে বিনা চিকিৎসায় আমার বাচ্চাটা মারা গেছে। তারা আদৌ কোনো চিকিৎসা করে না, সব টাকা-পয়সা হাতানোর ধান্ধা। এই ক্লিনিকে কোনো ডাক্তার নেই, আছে শুধু একজন নার্স। একজন নার্স কখনো একজন বাচ্চা কিংবা মানুষের চিকিৎসা করতে পারে না।

বেতাগী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, নবজাতক শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা ক্লিনিকটিতে অভিযান পরিচালনা করি। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ, অস্বাস্থ্যকর পরিবেশ, লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ায় ক্লিনিকটি সিলগালা ও জরিমানা করা হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন