ঢাকা বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

Motobad news

বাংলাদেশ বেতারের ৭০টি ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলের উদ্বোধন 

বাংলাদেশ বেতারের ৭০টি ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলের উদ্বোধন 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ বেতারের ১৪টি আঞ্চলিক কেন্দ্র ও ৭টি বিশেষায়িত ইউনিটের অনুষ্ঠান ও বার্তা শাখার মোট ৩৬টি ফেইসবুক পেইজ ও ৩৪টি ইউটিউব চ্যানেলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত বুধবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩ টায় বাংলাদেশ বেতারের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন মহাপরিচালকে মো. নাসরুল্লাহ ইরফান।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (বার্তা) এস এম জাহিদ হোসেন, প্রধান প্রকৌশলী তৌহিদুর রহমান, উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) সহ বাংলাদেশ বেতারের আগারগাঁওস্থ সকল দপ্তরের দপ্তর প্রধানগণ এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

অনুষ্ঠানে বক্তব্যের শুরতে বাংলাদেশ বেতারের মহাপরিচালক নাসরুল্লাহ মো. ইরফান শোকের মাস আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদৎবরণকারী ১৭ জন সদস্যের আত্মার মাগফেরাত কামনা করেন। 

বাংলাদেশ বেতারের মহাপরিচালক বলেন, আধুনিক যুগের সাথে সমান তালে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ বেতার। অত্যন্ত জনপ্রিয় মাধ্যমটি শ্রোতার এবং যুগের চাহিদামতো প্রতিদিন নানাধরণের অনুষ্ঠান নিয়মিত প্রচার করে যাচ্ছে। নিউমিডিয়ার কল্যাণে বাংলাদেশ বেতার এখন সকলের হাতের মুঠোয়। বর্তমানে, স্মার্ট ফোনের মাধ্যমে বেতারের অনুষ্ঠান শোনার জন্য মোবাইল অ্যাপস রয়েছে, হাতে রয়েছে সোশ্যাল মিডিয়ার মতো সহজ প্রচার মাধ্যম।

বাংলাদেশ বেতারের লিয়াজোঁ ও শ্রোতা গবেষণা শাখার জুন’২০২৩-এর রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ বেতারের অনুষ্ঠান ও বার্তা শাখার ১৪টি আঞ্চলিক কেন্দ্র ও ৭টি বিশেষায়িত ইউনিটের ৩৬টি ফেইসবুক পেইজে বর্তমানে মোট ৫,৭৭,২৩৪ জন ফলোয়ার এবং ৩৪টি ইউটিউবে ৬৪,১৯০ জন সাবস্ক্রাইবারস রয়েছে।  এছাড়াও, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপসে যুক্ত আছেন ৩৪,২২,৩২৯ জন শ্রোতা।

তিনি আরো বলেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন উন্নত দেশে প্রচলিত মাধ্যমে বেতার সম্প্রচার হ্রাস পাচ্ছে, পাশাপাশি রেডিও সেটের অপ্রতুলতার কারণে সোশ্যাল মিডিয়ার প্রতি শ্রোতাদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। এরই ধারাবাহিকতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দিক-নির্দেশনায় ও বাংলাদেশ বেতারের নিবেদিতপ্রাণ কিছু কর্মোদ্যমী অফিসারের তৎপরতায় এ কার্যক্রমটি শুরু করা সম্ভব হয়েছে। 

তাঁদের অক্লান্ত পরিশ্রমের কারণে বাংলাদেশ বেতারের শ্রোতা সংখ্যা দিন দিন  বৃদ্ধি পাচ্ছে, এটি সত্যি গর্ব এবং আনন্দের বিষয়। বর্তমান সরকারের রূপকল্প ২০৪১-এর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ বেতার একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন