ঢাকা বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

Motobad news

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু আজ

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু আজ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জিএসটি গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে চতুর্থ ও শেষ পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আজ রবিবার (২০ আগস্ট) থেকে শুরু হচ্ছে। এ প্রক্রিয়া চলবে তিনদিন। চূড়ান্ত ভর্তির তারিখ এবং প্রক্রিয়া সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে। গুচ্ছ ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।


প্রাপ্ত তথ্য অনুযায়ী, চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া ২০ হতে ২২ আগস্টের মধ্যে জিএসটি ওয়েবসাইট (https://gstadmission.ac.bd/) এর মাধ্যমে নিম্নে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে। প্রাথমিক ভর্তি ও ফি প্রদান করতে হবে ২০ আগস্ট দুপুর ১২টা হতে ২১ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।


ভর্তি প্রত্যাশীদের মূল কাগজপত্র জমা দিতে হবে ২১ থেকে ২২ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে। এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।
প্রাথমিক ভর্তি প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন করে থাকলে পরবর্তী পর্যায়ে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন হলেও জমাকৃত মূল কাগজপত্র যে বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়া আছে সেখানেই থাকবে। স্থানান্তরের প্রয়োজন নেই।


ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার সময় কিছু বিষয় সতর্কতার সঙ্গে লক্ষ্য রাখতে বলা হয়েছে। পছন্দক্রমে অন্তর্ভুক্ত যেকোনো বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য প্রথমবার নির্বাচিত হবার পরেও প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে পরবর্তীতে জিএসটি-গুচ্ছভুক্ত কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। এমনকি কোটায় ভর্তির জন্যও বিবেচিত হবে না।


প্রাথমিক ভর্তি ফি ৫ হাজার টাকা অনলাইনে পরিশোধের পরেও নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দিতে না পারলে ভর্তি বাতিল হয়ে যাবে এবং জিএসটি-এর কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। কোন আবেদনকারী প্রাথমিক ভর্তি বাতিল করলে পরবর্তীতে জিএসটি-এর কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না।


প্রাথমিক ভর্তি প্রক্রিয়া চলাকালে কোন একটি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বিভাগে ভর্তি থাকা অবস্থায় গরম Migration Stop সম্পন্ন করলে সে বিভাগ ব্যতীত অন্য কোন বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে না। Mirgation Stop  শুধুমাত্র প্রাথমিক ভর্তি ও ফি প্রদান চলাকালীন সময়েই সম্পন্ন করা যাবে। অন্য সময় Mirgation Stop  সম্পূর্ণ বন্ধ থাকবে।


এএস
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন