ঢাকা বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

Motobad news

রাষ্ট্রপতির এপিএস সাগর হোসেনের নিয়োগ বাতিল

রাষ্ট্রপতির এপিএস সাগর হোসেনের নিয়োগ বাতিল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পাওয়া মোহাম্মদ সাগর হোসেনের নিয়োগ বাতিল করা হয়েছে।

রোববার (২৭ আগস্ট) সাংবাদিক সাগরের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী তার এপিএস পদে সাগর হোসেনের নিয়োগ বাতিল করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।


এর আগে গত ৬ আগস্ট ঢাকার যাত্রাবাড়ীর আব্দুল মান্নান মিয়ার ছেলে সাগর হোসেন এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক আজিজুল হক রাষ্ট্রপতির এপিএস নিয়োগ পান।


তবে কেন সাগর হোসেনের নিয়োগ বাতিল করা হয়েছে সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন