হিজলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাউরিয়া বন্দর রণক্ষেত্র


বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কাউরিয়া বাজার রণক্ষেত্র।
উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে আওযামীলীগ সমথিত নৌকা মাকার প্রাথী সাজাহান তালুকদার ও সতন্ত্র প্রাথী মুন্সি মোঃ এছহাক আমিন এর আনারস মাকার সমথকদের মধ্যে এ সংঘষ হয়।
১৬ ই জুন বিকাল ৫.৩০ মিনিটে গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বাজারে নিবাচনী প্রচারনাকে কেন্দ্র করে সংষষে রনক্ষেত্র হয়।জানাযায় নৌকা মাকার সমথকরা বিকালে কা্উরিয়া বাজারে একটি মিছিল শেষে পথসভা আয়োজন করে।সেখানে দিয়ে আনারস মাকার একটি মাইক উচ্চ শব্দে প্রচারনা করলে বাধা প্রদান করে।এতে উভয় গ্রুপের সমথকদের মধ্যে সংঘষ বাধে।এবং মুন্সি মোঃ এছহাক আমিন এর আনারস মাকার প্রচার অফিস ভাংচুর করে।সংঘষে আনারস মাকার ৪ সমথক ও নৌকা মাকার ৪ সমথক গুরুতর আহত হয়।আহতদের বিভিন্ন হাসপাতালে নেওযা হয়। হিজলা থানার কমরত পুলিশ সদস্যরা ঘটনাস্থানে থেকে অনেকটা নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
এবং পরবতিতে উপপুলিশ সুপার (সাকেল মুলাদী) মতিউর রহমান ও হিজলা থানার ভারপ্রাপ্ত কমকতা অসিম কুমার সিকদার সহ চৌকস একটি পুলিশ টিম ঘটনা স্থানে গিয়ে পরিহিস্থি শান্ত করে।এ বিষয়ে মুন্সি মোঃ এছহাক আমিন বলেন আমার প্রচার মাইক বন্ধ করতে বললে গাড়িতে থাকা লোক তা বন্ধ করেনি।এতে ক্ষিপ্ত হয়ে নৌকা মাকার কমীরা দেশী অস্ত্র নিয়ে আমার সমথকদের এলোপাতারী মারপিঠ করতে থাকে।এবং পুলিশ সহ নৌকার কমীরা আমার নিবাচনী অফিস ভাংচুর করে।নৌকা মাকার প্রাথী সাজাহান তালুকদার জানায় আমার নিবাচনী পথসভায় বিদ্রোহী প্রাথী আনারস মাকার সমথকরা হামলা চালায়।এতে আমার ৪ কমী আহত হয়।
এমবি
