চীনের উপহার সিনোভ্যাক্স’র ৭৬ হাজার ডোজ পেয়েছে বরিশাল বিভাগ


মহামারি করোনা ভাইরাস নিয়ন্ত্রণের পাশাপাশি সংক্রমণের ঝুঁকি কমাতে বরিশাল বিভাগের ছয়টি জেলায় ৭৬ হাজার ৮০০ ডোজ সিনোভ্যাক্স ভ্যাক্সিন এসে পৌঁছেছে। বুধবার দুপুরে বিভাগের ছয়টি জেলায় পৃথকভাবে পরিবহন যোগে এই ভ্যাক্সিন পৌঁছে দেয়া হয়। যা স্থানীয় জেলা প্রশাসন এবং সিভিল সার্জন কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা গ্রহণ করেছেন।
তবে কবেনাগাদ ভ্যাক্সিন প্রদান কার্যক্রম শুরু হবে এবং কতজনকে এ ভ্যাক্সিন প্রদান করা যাবে সে বিষয়ে এখনো পর্যন্ত কোন নির্দেশনা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেয়া হয়নি বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।
জানা গেছে, ‘চীন সরকারের উপহার হিসেবে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে বাংলাদেশের জন্য ৬ লক্ষ্য ভ্যাক্সিন “সিনোভ্যাক্স” প্রদান করা হয়। এর মধ্যে থেকে বরিশাল বিভাগের জন্য ৭৬ হাজার ৮০০ ডোজ ভ্যাক্সিন পাঠানো হয়েছে।
এর মধ্যে বরিশাল জেলার জন্য সর্বোচ্চ ৩৯ হাজার ৬০০ ডোজ ভ্যাক্সিন দেয়া হয়েছে। বুধবার দুপুরে বরিশাল জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক রাজিব আহমেদ ও জেলার সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন ওই ভ্যাক্সিন গ্রহণ করেন।
এছাড়া ভোলা জেলার জন্য দ্বিতীয় সর্বোচ্চ ১৪ হাজার ৪০০, পটুয়াখালী জেলার জন্য ৮ হাজার ৪০০, পিরোজপুর জেলার জন্য ৬ হাজার, বরগুনা জেলার জন্য ৬ হাজার এবং ঝালকাঠি জেলার জন্য সর্বনিম্ন ২ হাজার ৪০০ সিনোভ্যাক্স পাঠানো হয়েছে।
বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, ‘আমরা কেবল মাত্র ভ্যাক্সিন পেয়েছি। তবে কবে নাগাদ ভ্যাক্সিন প্রদান কার্যক্রম শুরু হবে এবং এক একজন কত ডোজ ভ্যাক্সিন পাবে সে বিষয়ে কোন নির্দেশনা স্বাস্থ্যমন্ত্রণালয় থেকে দেয়া হয়নি। হতে পারে দু-একদিনের মধ্যে এমন নির্দেশনা এসে পড়বে। নির্দেশনা পাওয়ার সাথে সাথে আমরা ভ্যাক্সিন প্রদান কার্যক্রম শুরু করবো।
এমবি
