ঝালকাঠিতে বিএনপির রোড মার্চ আগামীকাল


সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ঝালকাঠিতে রোড মার্চ কর্মসূচি পালন করবে জেলা বিএনপি। আগামীকাল শনিবার বেলা ১২টায় জেলার প্রবেশদ্বার কালিজিরা সেতুর পশ্চিম পাশ থেকে রোড মার্চ শুরু করা হবে। রোড মার্চটি শহরের প্রবেশদ্বার পেট্রোলপাম্প মোড়ে গিয়ে অবস্থান করবে।
সেখানে পথ সভার আয়োজন করেছে জেলা বিএনপি। পথ সভায় বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ব্যরিস্টার শাহজাহান ওমর বীর উত্তম ও আলতাফ হোসেন চৌধুরী, রোড মার্চের দলনেতা যুগ্ম মহাসচিব হারুন অর রশীদ ও মজিবুর রহমান সরোয়ার, রোড মার্চের সমন্বয়কারী সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নু।
সভার সভাপতিত্ব করবেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন। সঞ্চালনায় থাকবেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন। এতে স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বে থাকা অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন জানান, সকাল ১১টায় বরিশাল থেকে রোড মার্চ শুরু হবে। বেলা ১২টার দিকে রোড মার্চ ঝালকাঠিতে প্রবেশ করবে।
পেট্রোলপাম্প মোড়ে পথ সভা অনুষ্ঠিত হবে। পথ সভা শেষে রোড মার্চ পিরোজপুরের উদ্দেশ্যে রওয়ানা হবে। রোড মার্চে ঝালকাঠি জেলা থেকে দশ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করবে। এ জন্য জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যাপক সাড়া পাওয়া গেছে।
এইচকেআর
