বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আটক


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি। জানা গেছে, মির্জা ফখরুলকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
মির্জা ফখরুল ইসলামের স্ত্রী রাহাতারা বেগম সাংবাদিকদের জানান, পুলিশ প্রথমে বাসার ভেতর এসে কথা বলেন। এরপর তারা চলে যান, কিন্তু বাসার নিচে তাদের উপস্থিতি ছিল। ১০ মিনিট পর আবার বাসার ভেতর এসে মির্জা ফখরুলকে নিয়ে যায় পুলিশ।
এর আগে দলটির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার বলেন, সকাল ৯টার দিকে বিএনপি মহাসচিবের গুলশান-২ এর ৭১ নম্বর সড়কের ১৮ নম্বর বাড়ির সামনে পুলিশ অবস্থান নেয়।
এদিকে সরকার পতনের একদফা দাবি আদায়ে রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি। শনিবার সমাবেশ থেকে এ হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব।
সকালে বিএনপি -জামায়াতের ডাকা হরতালে রাজধানীর গুলিস্তানে বায়তুল মোকাররমের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। রোববার (২৯ অক্টোবর) সকাল পৌনে নয়টার দিকে শিকড় পরিবহনের বাসটিতে আগুন দেয়া হয়।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে বাসের আগুন নেভান। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা তা জানা যায়নি।
এছাড়া উত্তরায় বিআরটিসির তিনটি বাসে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে বাসগুলোর জানালার গ্লাস ভেঙে গেছে।
এছাড়াও সকাল থেকে বিএনপি এবং জামায়াতে ইসলামীর ডাকা হরতালের তেমন কোনো প্রভাব দেখা যায়নি রাজধানীর সড়কগুলোতে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় হরতালের সমর্থনে মিছিল এবং পিকেটিংয়ের খবর পাওয়া গেছে।
রোববার সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় এমনিতেই সড়কে যানবাহনের চাপ থাকে। যার রেশ শুরু হয় সকাল থেকেই। রোববারও তার ব্যতিক্রম ছিলো না। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সময় সংবাদের প্রতিবেদকরা জানিয়েছেন, সকাল থেকে বিভিন্ন সড়কে গণপরিবহন চলতে দেখা গেছে।
এমএন
