ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

Motobad news
শিরোনাম

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের মনোনয়নপত্র দাখিল

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের মনোনয়নপত্র দাখিল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনে পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ মনোনয়নপত্র দাখিল করেছেন।  

বৃহস্পতিবার (৩০ নভেম্বর)দুপুরে নেতাকর্মী ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে সহকারি রির্টানিং অফিসার ও কাউখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মো. স্বজল মোল্লার কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিল শেষে মহিউদ্দিন মহারাজ বলেন, আমি জনগনের মনোনীত স্বতন্ত্র প্রার্থী। আমি যদি বেচেঁ থাকি আল্লাহ ছাড়া এবং জননেত্রী শেখ হাসিনা ছাড়া আমাকে কেই প্রত্যাহার করাতে পারবে না। আমি জেলে থাকলেও জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে।

এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল আহম্মেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসনে, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুন হোসাইন বাবলু জোমাদ্দার প্রমুখ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ