ঢাকা শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

Motobad news

বরিশালে ৭৫ এর শহীদ জননী মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের স্মরণ সভা অনুষ্ঠিত

বরিশালে ৭৫ এর শহীদ জননী মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের স্মরণ সভা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে ৭৫ এর শহীদ জননী মুক্তিযোদ্ধা সাংস্কৃতিজন শিক্ষানুরাগী রাজনীতিক সাহান আরা বেগমের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকেলে নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন বরিশালের উদ্যোগে ওই স্মরণ সভা ও দোয়ার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, সাহান আরা বেগমের বর্ণাঢ্য জীবন অনুকরণীয়। আগামী প্রজন্মের মাঝে তার সংগ্রামী জীবনের আদর্শ ছড়িয়ে দিতে হবে। মুক্তিযোদ্ধা শহীদ জননী সাহান আরা বেগমের নামে ট্রাস্ট প্রতিষ্ঠা এবং শিক্ষা বৃত্তি চালু করার আহ্বান জানান। 

স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন প্রয়াত সাহান আরা বেগমের বড় ছেলে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। 

সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরণের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন, বরিশালের সাংস্কৃতিক অঙ্গনের অভিভাবক, সাংবাদিক ও আইনজীবী মানবেন্দ্র বটব্যাল, সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, জ্যেষ্ঠ সাংবাদিক মুরাদ আহমেদ, জাতীয় দৈনিকের বরিশাল ব্যুরো চিফ অ্যাসোসিয়েশনের সভাপতি পুলক চ্যাটার্জী, শহীদ আবদুর রব সেরনিয়বাত বরিশাল প্রেসক্লাবে সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক ও সম্পাদক পরিষদের সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস, সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. গোলাম কিবরিয়া, সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্বাস উদ্দিন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আসাদুজ্জামান, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক কবি নজমুল হোসেন আকাশ, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা, মো. সাইফুল ইসলাম, বরিশাল ইলেকট্রনিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সুমন।

অনুষ্ঠানে বরিশালের সকল সাংবাদিক সংগঠন, সুশীল সমাজ, শিক্ষাবিদ, সাংস্কৃতিজনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রয়াত সাহান আরা বেগমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করেন নগরীর চকবাজার জামে এবায়দুল্লাহ মসজিদের খতিব মাওলানা নুরুর রহমান বেগ।


 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন