সেনাপ্রধানের কাছ থেকে বীরত্বের পদক পেলেন ব্রি. জে. হাফিজ


১৯৯৬ সালে শান্তিবাহিনীর জঙ্গিদের হাতে অপহৃত থানচি থানার ইউএনও’কে উদ্ধার অভিযানে বীরত্বপূর্ণ সাহসিকতার পরিচয় দেয়ায় সেনাপ্রধানের কাছ থেকে বীরত্বের পদক পেলেন ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ। তিনি বরিশালের আলেকান্দা এলাকার সন্তান।
বীরত্ব প্রদর্শনের স্মরণে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিগেডিয়ার জেনারেল হাফিজের হাতে বীরত্বের পদক ও পুরস্কার তুলে দেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। গত রোববার (১৭ ডিসেম্বর) আয়োজিত বীর সেনাসদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে ব্রিগেডিয়ার হাফিজকে এ পুরস্কার দেয়া হয়।
জানা যায়, ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে ১৯৯৭ সালের শান্তিচুক্তি পর্যন্ত বাংলাদেশে বিরাজমান ছিল অশান্তি ও অস্থিরতা। সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের দেশের বীর সেনা ও অফিসারদের বিভিন্ন মিশনে নিয়োজিত করা হয়।
১৯৯৬ সালে শান্তিবাহিনীর জঙ্গিদের হাতে অপহৃত থানচি থানার ইউএনও’কে উদ্ধার অভিযানে বীরত্বপূর্ণ সাহসিকতার পরিচয় দিয়েছিলেন হাফিজুল ইসলাম খান। এরপর কর্মক্ষেত্রে তাঁর অবদান ও সাহসিকতার জন্য তাকে বীর প্রতীক পদক দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এমএন
