ঢাকা বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • কয়েদিদের নিবন্ধন শুরু ২১ ডিসেম্বর স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে বিএনপির শপথ হাদিকে গুলি : শ্যুটারদের পালাতে সহযোগিতার কথা স্বীকার ২ আসামির ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন : প্রেস উইং বরিশাল-৩ আসনে বিএনপির দোয়া মোনাজাত অনুষ্ঠানে দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ   বরিশালে সাবেক ছাত্রমৈত্রী নেতা সাব্বির আহমেদ ইর‍ানের ‍‍ইন্তেকাল বরিশ‍ালে মহান বিজয় দিবসে ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তারেক’র নেতৃত্বে শোভাযাত্রা  খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্বে  বাড্ডায় ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা নির্বাচনে এমপি প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি
  • স্বতন্ত্র প্রার্থীর উঠান বৈঠকে কৌশলে বাধা দেওয়ার অভিযোগ

    স্বতন্ত্র প্রার্থীর উঠান বৈঠকে কৌশলে বাধা দেওয়ার অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপন অভিযোগ করেছেন সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নে তার সমর্থনে উঠান বৈঠকে বাধা দেওয়ার হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ইউপির লোহার পোল এলাকায় ওই বৈঠক আয়োজন করা হয়।


    সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা পিকনিকের আয়োজন করায় শায়েস্তাবাদ বাজারে বৈঠক করা হয়েছে।

    ওই বৈঠকে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা সালাউদ্দিন রিপন অভিযোগ করেন, আমি উঠান বৈঠক করার জন্য প্রশাসনের কাছে অনুমতি নিয়েছি। কিন্তু সেখানে ইউনিয়নের মধ্য চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের কথা উল্লেখ করিনি। এ সুযোগ নিয়ে সেখানে পিকনিকের আয়োজন করেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। তাই সভাস্থান পরিবর্তন করেছি।

    সালাউদ্দিন রিপন বলেন, আমি সহাবস্থানে বিশ্বাসী। সব সময় সকলের মঙ্গল কামনা করি। নৌকা প্রতীকের প্রার্থী কর্নেল অব. জাহিদ ফারুক শামীমের স্ত্রী রুহের মাগফেরাত কামনা করছি।  

    রিপন বলেন, তিনি অভিযোগ করেন, বাধা-বিপত্তি না এলে আরো লোক আসতো। তবুও অনেক লোক এসেছেন। রিপন বলেন, যারা আসতে পারেনি, তারাসহ সকলের কাছে ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করছি।

    আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া রিপন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সকলের জন্য নির্বাচন উন্মুক্ত করে দিয়েছেন।

    প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন জানিয়ে রিপন বলেন, আমি তার সঙ্গে দেখা করেছি। কথা হয়েছে। তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন একজনকে প্রার্থী করেছি। আমি চাই নির্বাচন প্রতিযোগিতামূলক হোক।

    প্রধানমন্ত্রীর বরাতে রিপন বলেন, অনেকে নির্বাচনে আসে না। তুমি নির্বাচনে আসো। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। আমি চাই যোগ্য ও জনপ্রিয় ব্যক্তি নির্বাচিত হয়ে আসুক। আমি সেই নিশ্চয়তা দিচ্ছি।

    প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উদ্দেশ্যে রিপন বলেন, আশা করি প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করবেন।

    অভিযোগ অস্বীকার করে সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও পিকনিকের অন্যতম আয়োজক মো. আশিক মাহমুদ হিমু বলেন, আওয়ামী লীগের আয়োজনে নয়। এটা এলাকাবাসীর পিকনিক। অনেক দিন আগে এর আয়োজন করা হয়েছে। এখানে এলাকার দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করবে। প্রাথমিক শিক্ষা অফিস থেকে অনুমতি নিয়ে পিকনিক করা হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ