বরিশালে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে সমন্বয় কমিটি গঠন

আগামী ২৯ ডিসেম্বর বরিশালে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভা সফল করতে পৃথক তিনটি কমিটি গঠন করা হয়েছে।
আর মধ্যে একটি সম্বন্বয় কমিটি, যোগাযোগ ও আপ্যায়ন কমিটি এবং শৃঙ্খলা কমিটি। যারা প্রধানমন্ত্রীর জনসভা ও বরিশাল সফর সফল করতে সার্বিকভাবে দায়িত্ব পালন করবেন।
শনিবার (২৩ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর বরিশালের সফর উপলক্ষে বরিশাল বিভাগীয় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় দলের কেন্দ্রীয় এবং ৬ জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক ও নৌকা প্রতীকের প্রার্থীদের সম্মতিক্রমে কমিটিগুলো গঠন করা হয়।
তিনটি কমিটির মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহকে প্রধান সমন্বয়ক করে ৬ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি করা হয়।
এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এ্যাডভোকেট বলরাম পোদ্দার ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
এছাড়া যোগাযোগ ও আপ্যায়ন কমিটিতে রয়েছেন- বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট লস্কর নুরুল হক।
জনসভা সফল করতে গঠিত শৃংখলা কমিটিতে রয়েছেন- কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মাহাবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম।
এর আগে শনিবার বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বরিশাল ক্লাবের বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক এবং জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ।
এসময় অন্যান্যরে মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বকারী আলহাজ্ব আমির হোসেন আমু, আওয়ামী লীগের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশে খান মেনন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ বিভাগের ৬টি জেলা, বিভিন্ন উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় কমিটি গঠন ছাড়াও আগামী ২৯ ডিসেম্বর বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভা জনসমু্ের পরিণত করতে জেলা, উপজেলা এবং পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন কেন্দ্রীয় নেতরা।
এইচকেআর