ঢাকা শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

Motobad news

ইউপি নির্বাচন: যাচ্ছে নির্বাচনি সামগ্রী

 ইউপি নির্বাচন: যাচ্ছে নির্বাচনি সামগ্রী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল জেলার ৯ উপজেলার ৫০ ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান ও মেম্বর পদে ভোট হবে আগামী ২১ জুন সোমবার। এ লক্ষ্যে ইতোমধ্যে জেলা নির্বাচন কার্যালয় থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচনি সামগ্রী পৌঁছানো শুরু হয়েছে।

প্রথম ধাপের এই ইউপি নির্বাচনে বরিশাল সদর উপজেলার ৪টি, বাবুগঞ্জের ৪, গৌরনদীর ৭, বানারীপাড়ার ৭, বাকেরগঞ্জে ১১, হিজলার ৪, মেহেন্দীগঞ্জে ২, মুলাদীর ৬ এবং উজিরপুরের ৬টি ইউনিয়ন ভোট হবে।

নির্বাচনে মোট ভোটার ৯ লাখ ২০ হাজার ৪৬৩ জন। এর মধ্যে নারী ৪ লাখ ৫২ হাজার ৩৩০ এবং পুরুষ ৪ লাখ ৬৮ হাজার ১৩৩ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ৪৭৪টি এবং ভোটকক্ষ ২ হাজার ৯৬৮টি।

সদর উপজেলার চরবাড়িয়া, মুলাদীর গাছুয়া, বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর এবং গৌরনদীর বাটাজোর ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট হবে।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম শনিবার বলেন, সুষ্ঠু ভোট অনুষ্ঠানে যা যা পদক্ষেপ নেয়া দরকার তা নেয়া হচ্ছে। জেলা নির্বাচন কার্যালয় থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে শুক্রবার থেকে নির্বাচনি সামগ্রী পাঠানো শুরু হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন