ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

Motobad news

জুতা চোর থেকে কিশোর গ্যাং লিডার কোদাল মাহাবুব

জুতা চোর থেকে কিশোর গ্যাং লিডার কোদাল মাহাবুব
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রাজধানী পল্লবীর ১১ নম্বর ফুটবল গ্রাউন্ড ক্যাম্পের বাসিন্দা রিয়াজ অলী। পেশায় মাংস ব্যবসায়ী। চলতি বছর ফেব্রুয়ারির মাঝামাঝিতে স্থানীয় কিশোর গ্যাং বাহিনীর প্রধান ওই ব্যসায়ীর কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় পরের দিনই ওই ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে জখম করে কিশোর গ্যাং বাহিনীর ৭-৮ জন সদস্য।

এ ঘটনায় কিশোর গ্যাং প্রধান মাহাবুবসহ ৮ জনের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা হলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। উপরন্তু ওই ব্যসায়ীকে প্রতিনিয়ত মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে গ্যাং প্রধান মাহবুব। এ ঘটনার এক সপ্তাহ পার না হতেই পল্লবীর ১১ নম্বর এভিনিউ ফাইভের ১৭ নম্বর লাইনে রিপন নামে এক ব্যক্তির কাছে ফুটপাতে দোকান বসানোর চাঁদা না পেয়ে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করে মাহাবুব।

সূত্র জানায় পল্লবীর ১১ নম্বর এভিনিউ ফাইভ তালতলা বস্তির কিশোর গ্যাং বাহিনী প্রধান মাহবুবের দলে রয়েছে ৩০-৪০ জন সদস্য। মুখের সামনের সারির ২টি দাঁত দেখতে কোদালের মতো বাঁকা হওয়ায় স্থানীয়রা তাকে কোদাল মাহাবুব হিসেবেই চেনেন। আবার মসজিদের জুতা চুরি খেয়ে ধরা খাওয়ায় অনেকে জুতা মাহাবুব বলেও ডাকেন।

এক সময় বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে জড়িত মাহাবুবের বিরুদ্ধে সরকারবিরোধী আন্দোলনে গাড়ি পোড়ানোর একাধিক মামলাও রয়েছে পল্লবী থানায়।

চাঁদা কিংবা ঠুনকো কথাকাটির জেরে যে কাউকে কোপাতে পিছপা হন না মাহাবুব ও তার বাহিনী। কোপাকোপির ঘটনায় এ বাহিনীর বিরুদ্ধে রয়েছে অসংখ্য অভিযোগ। এ পর্যন্ত পল্লবী থানায় রয়েছে ৮টি মামলা। মাহাবুবের সেকেন্ড ইন কমান্ড রাজন সরদার ওরপে ইয়াবা রাজন বিএনপির কর্মী হিসেবে পুলিশের তালিকাভুক্ত আসামি। রাজন বর্তমানে ৫নং ওয়ার্ড যুবলীগের সদস্য।

স্থানীয়রা জানান, স্থানীয় ৫নং ওয়ার্ড যুবলীগ নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে মাহাবুব বাহিনীর সদস্যরা বেপরোয়া। স্থানীয়দের কাছে তারা মূর্তিমান আতংক। চুরি, মোবাইল ছিনতাই, অন্যের হয়ে মারামারি, ব্যাটারিচালিত রিকশার টোকেন বাণিজ্য, মাদক, মসজিদের জুতা ও মূল্যবান আসবাবপত্র চুরি, চোরাই মোবাইল মার্কেট নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপকর্মে জড়িত এ বাহিনীর সদস্যরা।

সম্প্রতি পুলিশের কয়েকটি গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদনে কিশোর গ্যাং প্রধান মাহাবুব ও তার বাহিনীর সদস্যদের নাম উঠে এসেছে। এ বাহিনীর অন্য সদস্যরা হলো, রাজন সরদার জয় ওরপে ইয়াবা রাজন, মো. রজ্জব, রনি ওরফে মাইচ্ছা রনি, আরিফ ওরফে মাইচ্ছা আরিফ, ছেরু মিয়া, রুবেল ওরফে আদু রুবেল, আল আমিন। এরা সবাই মিরপুর ১১ নম্বর এভিনিউ ফাইভের খিচুরি পট্টি ও তালতলা বস্তির বাসিন্দা।

পল্লবী থানার ওসি মো. পারভেজ বলেন, এখন স্কুল-কলেজ বন্ধ। কিশোররা যাতে অপরাধে যুক্ত না হয় আমরা প্রতিদিনই তাদের নিয়ে উঠোন বৈঠক করছি এবং অভিভাবকদের সম্পৃক্ত করছি। আমার থানায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণে রয়েছে। আমি থানায় নতুন এসেছি। তাই কিশোর গ্যাং মাহাবুবের ব্যাপারে কিছু বলতে পারছি না। খোঁজখবর নিচ্ছি। আপনাকে পরে জানাব।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন