ঢাকা শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

Motobad news

নৌকার বিরুদ্ধাচারণঃ একযোগে ১৯ নেতাকর্মী বহিষ্কার

নৌকার বিরুদ্ধাচারণঃ একযোগে ১৯ নেতাকর্মী বহিষ্কার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দলীয় মনোনয়ন উপেক্ষা করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এবং দলীয় প্রার্থীর বিরুদ্ধচারণ করায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯ জনকে একযোগে বহিস্কার করেছে বরিশাল জেলা আওয়ামী লীগ। শনিবার (১৯ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস।

তিনি বলেন, আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত উপেক্ষা করে নিজেদের স্বার্থে এরা দলের সাথে বিদ্রোহীতা করেছে।  যাদের বহিষ্কার করা হয়েছে তারা দলের থেকে নিজের স্বার্থকে বড় করে দেখেছেন। এদের মধ্যে কেউ দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র নির্বাচন করছে আবার কেউ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছে। ফলে দলীয় সিদ্ধান্তে তাদের বহিস্কার করা হবে। তালুকদার মোঃ ইউনুস বলেন, বহিস্কৃতদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের যোগাযোগ থাকলেও তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।

বহিস্কৃত নেতারা হলেন হিজলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পন্ডিত সাহাবুদ্দিন আহম্মেদ, ফারুক সরদার, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার, হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান সিকদার, মুলাদী উপজেলা আওয়ামী লীগের  বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম মুন্সী, সদস্য মজিবুর রহমান শরীফ, ইউসুফ আলী, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তাজেম আলী হাওলাদার, সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম (ইতালী শহিদ), বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা ও জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন পান্না, দাড়িয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বাছের আহম্মেদ বাচ্চু, গারুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন তালুকদার মিন্টু, কলসকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম তালুকদার এবং বিদ্রোহী প্রার্থীকে সমর্থনকারী বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম মীর, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মনির খান, ইসমাইল বেপারী, জাহাঙ্গীর নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আঃ রব বেপারী। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন