ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় ৫ দিনের রিমান্ডে হত্যা মামলার আসামি

মঠবাড়িয়ায় ৫ দিনের রিমান্ডে হত্যা মামলার আসামি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনী ও জমি সক্রান্ত বিরোধে জাহাঙ্গীর পঞ্চায়েতকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি সিরাজুল ফরাজী (৪৫) কে ৫ দিনের রিমান্ড শেষে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

সিরাজুল ফরাজী উপজেলার মিরুখালী ইউনিয়নের বাদুরা গ্রামের বশির ফরাজীর ছেলে। গত ৫ জানুয়ারী সকালে সিরাজুল ঢাকা পালিয়ে যাওয়ার পথে পিরোজপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

এছাড়া এ মামলার এজাহারভুক্ত ৭ নম্বর আসামি মিরুখালী ইউপি চেয়ারম্যানের বড় ভাই অবসরপ্রাপ্ত পুলিশের এসআই গোলাম মোস্তফাকে র‌্যাব এর সহযোগিতায় ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার এসআই আরিফ জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাদুরা গ্রামের মৃত করম আলী ফরাজীর ছেলে বশিরের সাথে একই এলাকার জাহাঙ্গীর পঞ্চায়েতের দীর্ঘ দিনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। একই সাথে সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচন নিয়ে বিরোধ আরও তুঙ্গে ওঠে। 

বশির ফরাজি গংরা স্বতন্ত্র প্রার্থী ডা. মো. রুস্তুম আলী ফরাজির ঈগল প্রতীকের সমর্থন করেন। অপর দিকে জাহাঙ্গীর পঞ্চায়েত স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ এর কলার ছড়ি প্রতীকের সমর্থন করেন। 

গত ৩ জানুয়ারী সকালে বশির ফরাজি গংদের মধ্যে জাহাঙ্গীর পঞ্চায়েত ও তার লোকজনের সাথে ধাওয়া-পাল্টা ধওয়া হয়। বিকেলে জাহাঙ্গীর পঞ্চায়েত বশির ফরাজির বাড়ির সামনের রাস্তা দিয়ে বাজারে রওনা হলে ওই বশির ফরাজির ছেলে সিরাজুল ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে মারাত্মক আহত করে। 

পরে স্থানীয়রা গুরুতর আহত জাহাঙ্গীর পঞ্চায়েতকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসক আরও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেে প্রেরণ  করেন। 

ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে তিনি মারা যান।

এ  ঘটনায় বুধবার রাতেই নিহত জাহাঙ্গীরের স্ত্রী বুলু বেগম বাদী হয়ে হত্যার চেষ্টা মর্মে ৭ জন ও অজ্ঞাত নামা আরও ৪/৫ জনকে আসামি করে  মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন।

মঠবাড়িয়া থানার ওসি (অপারেশন) আব্দুল হালিম বলেন, নিহত জাহাঙ্গীর পঞ্চায়েতের স্ত্রীর দায়ের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তিত হয়েছে। ৫ দিনের রিমান্ডে মামলার প্রধান আসামী সিরাজুল ফরাজী গুরুপ্তপূর্ণ তথ্য দিয়েছে। তদন্তের স্বার্থে এই মূহুর্তে প্রকাশ করা সম্ভব নয়। অন্য আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রায়েছে।


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন