পুলিশ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে প্রস্তুত : অতিরিক্ত পুলিশ সুপার


আসন্ন ইউনিয়ন নির্বাচন উপলক্ষে বাকেরগঞ্জ থানার উদ্যোগে বিশেষ প্যারেড ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মারুফ হোসেন। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো শাহাজাহান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, নির্বাচন অফিসার সাইদুর রহমান, মেহেন্দিগঞ্জ সার্কেলের সুকুমার রায় ও বাকেরগঞ্জ অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন মিলন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শাহাজাহান হোসেন বলেন, পুলিশ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে প্রস্তুত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় বলেন, এক প্রার্থী অপর প্রার্থীর সাথে কোন প্রকারের সহিংসতা করবেন না।
প্রসংগত, বাকেরগঞ্জ ইউপি নির্বাচনে কেন্দ্রের সংখ্যা ১০২। সুষ্ঠু নির্বাচন সম্পন্নে ভোট কেন্দ্র এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ৬৫৬ জন সদস্য নিয়োজিত রয়েছেন।
এইচকেআর
