ঢাকা বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

মঠবাড়িয়ায় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর উজ্জ্বল অধিকারী হত্যা মামলার প্রধান আসামি উত্তম অধিকারী (৩৫) কে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল রোববার রাতে কলাপাড়া উপজেলার পাখিমারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। উত্তম অধিকারী উপজেলার রাজপাড়া গ্রামের অনীল অধিকারীর ছেলে। উত্তমকে সোমবার দুপুরে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

মামলা সূত্রে জানা যায়, নিহত উজ্জ্বল অধিকারীর পিতা সুধির অধিকারীর সাথে দীর্ঘ দিন ধরে প্রতিবেশী গৌতম অধিকারীর জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। 

জমির সীমানায় থাকা একটি গাছের তেঁতুল পারা কেন্দ্র করে গত বৃহস্পতিবার দুপুরে উত্তম অধিকারী ও তার বাড়ির লোকজনের সঙ্গে তাদের কথার কাটাকাটি হয়। 

একপর্যায়ে প্রতিপক্ষ উত্তম ও তার লোকজন লোকজন দেশীয় অস্ত্র দিয়ে উজ্জ¦ল অধিকারী ও তার বাবা সুধির অধিকারীকে পিটিয়ে গুরুতর আহত করে। 
পরে স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করেন। 

পরে এখানেও অবস্থার উন্নতি না হওয়ায় উজ্জ্বলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে গত শুক্রবার দিনগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি নিহতের ভাই সজল অধিকারী ৯ জনের নাম উল্লেখ করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মঠবাড়িয়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করে গত শনিবার আদালতের মাদ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন